নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটিকে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আবেদনপত্র ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আরো পড়ুন:নগদে চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
পদের নাম: প্রভাষক।
পদের সংখ্যা: ৫টি
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) জিপিএ কমপক্ষে ৯.০০ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে প্রত্যেক পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং যেকোনো একটিতে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে।
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০ টাকা
আবেদন যেভাবে: আগ্রহীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ারসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে ফরম পূরণ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত প্রতিলিপি, সব গবেষণা প্রবন্ধ/প্রকাশনার কপি (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত প্রতিলিপি এবং সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি যুক্ত করে অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ ৮ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র রেজিস্ট্রারের দপ্তরে ডাকযোগে/কুরিয়ার সার্ভিস/সরাসরি পাঠাতে হবে।
আবেদন ফি: আবেদনকারীকে ফি বাবদ ৬০০ টাকা মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ/নগদ/রকেটের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের শেষ সময়: ১৪ ফেব্রুয়ারি ২০২৩।