দর্শনায় মন্দিরের তালা ভেঙ্গে পাথর চুরি, থানায় মামলা

শামসুজ্জোহা পলাশ : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা রামনগর কালি মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙ্গে ২ টি পাথরের শিব মুর্তি ভেবে পাথর চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। ২৫ জুলাই মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ইতি পূর্বেও এই মন্দির থেকে শিব লিঙ্গ মুর্তি ও শিবের জিভ মুর্তি চুরে করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।

মন্দির কমিটির সভাপতি শ্রী যাদব সরকার জানান, মঙ্গলবার দিবাগত রাতে দুর্বৃত্তরা মন্দিরের প্রধান ফটকের তালা ভেঙ্গে বাবা দাদা আমলের বহুদিন ধরে রক্ষিত ২ টি শিব পাথর মূর্তি  মনে করে পাথর চুরি করে নিয়ে গেছে। প্রতিটি পাথরের ওজন হবে ১০ থেকে ১২ কেজি করে।তিনি আরও জানান, এ পাথর  দুটিতে দীর্ঘদিন ধরে তাদের ধর্মীয় অবলম্বনের লোকজন পূজা করে আসছিল। তবে এ পাথরের কত টাকা মূল্য বা কি পাথর সে ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

খবর পেয়ে দুপুর ১২ টায় চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার (চুয়াডাঙ্গা সদর সার্কেল) তরিকুল ইসলাম ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান ঘটনাস্থল পরিদর্শন করেন।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মূল্যহীন ২ টা পাথর মূল্যবান ভেবে চোরেরা চুরি করে নিয়েগেছে। প্রতিটি পাথরের আনুমানিক ওজন ৪ থেকে ৫ কেজি হবে।

তিনি আরও জানান, এবিষয়ে থানায় একটি চুরি মামলা হয়েছে। মামলা নং ৪৪ তারিখ ২৬.০৭.১৭ ইং। পাথর দুটি উদ্ধার ও দুর্বৃত্তদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।