চুয়াডাঙ্গার দামুড়হুদায় ডাকাত সর্দার আটক

শাহারিয়ার তুহিন,দামুড়হুদা(চুয়াডাঙ্গা)সংবাদদাতাঃ  চুয়াডাঙ্গার জেলার দামুড়হুদা উপজলায় ডাকাতি করে পালানোর সময় আব্দুল কুদ্দুস (৩৫) নামে এক ডাকাতকে ধাওয়া করে আটক  করেছে পুলিশ। এ সময় ওই ডাকাত সর্দারের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি তাজা বোমা। গতকাল বৃহ¯পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। আটক ডাকাত সর্দার আব্দুল কুদ্দুস একই উপজেলার লক্ষীপুর গ্রামের মৃত খোকা মণ্ডলের ছেলে। রবজেল নামে এক গ্রামবাসীরা জানায়, বৃহ¯পতিবার রাত সাড়ে ৯টার দিকে ১০-১৫ জনের একটি ডাকাত দল বিষ্ণুপুর গ্রামের লিয়াকত আলীর বাড়িতে হানা দেয়। এ সময় ডাকাত সদস্যরা অস্ত্রের মুখে বাড়ির সকলকে জিম্মি করে স্বর্ণলঙ্কার, নগদ টাকা ও মোবাইলসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে সটকে পড়ার চেষ্টা করে।
বাড়ির সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার দিলে গ্রামবাসী একত্রিত হয়ে ডাকাত সদস্যদের ধাওয়া
করে। গ্রামবাসীর ধাওয়া খেয়ে বাকি সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও জনতার হাতে ধরা পড়ে
সর্দার আব্দুল কুদ্দুস।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন,
আটক আব্দুল কুদ্দুস চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। তার নামে ডাকাতি বোমাবাজিসহ ৬টি মামলা আছে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।