দামুড়হুদা(চুয়াডাঙ্গা)সংবাদদাতাঃ চুয়াডাঙ্গা দর্শনায় লালন ফকিরের ১২৩ তম তিরোধান দিবস উপলক্ষে তিন দিনের লালন স্মরণ উৎসব শুরু হয়েছে। লালন স্মরণ উৎসবের আয়োজন করেছে দর্শনা লালন একাডেমী। বৃহ¯পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে একাডেমী চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন মঙ্গল সাধু ও মুস্তাফিজুর রহমান যুদ্ধ। এরপর লালন একাডেমীর সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে লালনের বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন প্রভাষক মিজানুর রহমান মণ্ডল, হেলাল উদ্দীন, কাশেম চিশতী ও পাচু শাহ।
পরে অনুষ্ঠানে লালন সঙ্গীত পরিবেশন করেন একাডেমীর শিল্পীরা।