সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে ৩৫ বছরে উন্নীত করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ করেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
তবে তিনি বলছেন, একজন জনপ্রতিনিধি হিসেবে এটি তার ব্যক্তিগত সুপারিশ। এটি মন্ত্রণালয়ের সুপারিশ নয়।
গত ১৭ এপ্রিল এ সংক্রান্ত একটি চিঠি তিনি জনপ্রশাসন মন্ত্রী মো. ফরহাদ হোসেনকে পাঠিয়েছেন।
শিক্ষামন্ত্রী মহিবুল হাসান বলেন, “সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ করা হলে অনেকে বেসরিকারি খাতের অভিজ্ঞতা নিয়ে সরকারি চাকরিতে আসতে পারবে। এখন যারা একদম ফ্রেশ আসছে, তাদের সেরকম অভিজ্ঞতা থাকে না। সেক্ষেত্রে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করা হলে অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারবেন তারা।”
এটি সরকারি খাতকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন তিনি।