গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যুর ছয়দিন পর ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। রবিবার (০৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আশিকুজ্জামান ভূঁইয়াকে কমিটির প্রধান ও প্রক্টর ড. কামরুজ্জামানকে সদস্য সচিব করে এ কমিটি করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দলিলুর রহমান সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে একটি চিঠি ইস্যু করেন। তাতে তদন্ত কমিটিকে শিগগির প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
ডুবে দুই ছাত্রীর মৃত্যুর পর ক্ষুব্ধ তদন্ত কমিটি গঠন ও লেকপাড়ে গাইড ওয়াল বা নিরাপত্তা বেষ্টনী তৈরির দাবি তুলেছিলেন শিক্ষার্থীরা। তারা বলছেন, লেকটির পাড় উঁচু হওয়ায় পাড় সংলগ্ন এলাকা খুবই ঝুঁকিপূর্ণ ও গভীর। এই গভীরতা কমাতে হবে।
দুই শিক্ষার্থীর স্মরণে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে। এর আগে গত বৃহস্পতিবার স্মৃতিস্তম্ভের নির্মাণকাজ উদ্বোধন করেন উপাচার্য ড. এ কিউ এম মাহবুব।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে পরিবর্তন আনার আশ্বাস দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে এ আশ্বাস দেয় প্রশাসন।