গুচ্ছ পদ্ধতিতে আগামী ১৭ অক্টোবর বিজ্ঞান অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভর্তি পরীক্ষা।
রোববার ১০ (অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নিরাপত্তা প্রধান অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন।
জানা গেছে, গুচ্ছের অন্তর্ভুক্ত ১৪ হাজার ৪০১ ভর্তিচ্ছু পরীক্ষা দেবে ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। পরীক্ষা অনুষ্ঠিত হবে চলতি মাসের ১৭, ২৪ ও ১ নভেম্বর। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১৭ অক্টোবর। ওইদিন পরীক্ষায় অংশগ্রহণ করবে ৭ হাজার ৮২ ভর্তিচ্ছু।
কলা অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। ওই দিন পরীক্ষায় অংশগ্রহণ করবে ৫ হাজার ৯২০ শিক্ষার্থী। ১ নভেম্বর বাণিজ্য অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে যাতে অংশগ্রহণ করবে ১ হাজার ৩৯৯ ভর্তিচ্ছু।
প্রতিদিন একটি করে শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। পরীক্ষা চলাকালে বাইরের কোনো অস্থায়ী দোকান ক্যাম্পাসের ভেতরে বসতে দেওয়া হবে না।
প্রসঙ্গত, ২০২১-২২ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নেওয়া হবে। শুধুমাত্র ‘ডি’ ইউনিটের অধীনে ধর্মতত্ত্ব অনুষদের পরীক্ষা স্বতন্ত্রভাবে নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। যা আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে।