গুচ্ছে মাইগ্রেশন চালুর দাবিতে ভর্তিচ্ছুদের রিট খারিজ

বিশ্ববিদ্যালয়ের মাইগ্রেশন

গুচ্ছ ভর্তিতে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালুর দাবিতে হাইকোর্টে করা ভর্তিচ্ছুদের রিট খারিজ হয়ে গেছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে গুচ্ছ ভর্তি কমিটির আহবায়ক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, গুচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশনের দাবিতে করা রিট খারিজ করে দেওয়া হয়েছে। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দিয়েছেন।

এর আগে ২০ শিক্ষার্থীর পক্ষে গত ৮ অক্টোবর রিট আবেদন করেন তাদের আইনজীবী হামিদুল ইসলাম। রিটে উল্লেখ করা হয়, গুচ্ছ ভর্তির সকল পর্যায়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ও বিষয় ভিত্তিক মাইগ্রেশন চালু রেখে চূড়ান্ত ভর্তি নেওয়া হয়েছে। অথচ গত ৮ ও ৯ অক্টোবর পঞ্চম ধাপে ভর্তির ক্ষেত্রে মাইগ্রেশন বন্ধ রাখার কথা বলা হয়।

ফলে মেধাক্রমে এগিয়ে থাকা শিক্ষার্থীদের চেয়ে অনেক কম নম্বর পাওয়া শিক্ষার্থীরা ভালো বিশ্ববিদ্যালয় ও ভালো বিভাগে ভর্তির সুযোগ পেয়ে যাচ্ছেন। এছাড়া মাইগ্রেশন বন্ধ রাখার কারণে ভর্তি পরীক্ষায় অধিক নম্বর পাওয়া শিক্ষার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এ অবস্থায় নিয়ম অনুযায়ী মাইগ্রেশন চালু রেখে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে রিটে আদালতের নির্দেশনা চেয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে গত ৫ অক্টোবর আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন চালু রেখে পঞ্চম ধাপে ভর্তি নিতে শিক্ষাসচিব, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ পাঠান শিক্ষার্থীরা। তবে সেই নোটিশের যথাযথ জবাব না পাওয়ায় রিট আবেদন করেন তারা।

প্রসঙ্গত, শুরু থেকেই গুচ্ছ ভর্তিতে সকল ধরনের মাইগ্রেশন চালু রেখে শিক্ষার্থী ভর্তি করা হলেও সর্বশেষ উপাচার্যদের এক সভায় আন্তঃবিশ্ববিদ্যালয় মাইগ্রেশন বন্ধ করে এবং বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে মাইগ্রেশন চালু রেখে অপেক্ষমান তালিকা থেকে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। তবে এ কার্যক্রমে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।