এস কে দাস : গাইড বই থেকে হুবহু প্রশ্ন তুলে দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে চিঠি দিয়ে তদন্ত করতে বলা হয়েছে। তদন্তের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়।
চলমান এসএসসি পরীক্ষায় পদার্থ বিজ্ঞানের ইংরেজি ভার্সনের প্রশ্নে ‘পাঞ্জেরী’ গাইড বই থেকে হুবহু প্রশ্ন তুলে দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষার্থী-অভিভাবকেরা অভিযোগ করে বোর্ড ও শিক্ষা মন্ত্রণালয়ে। বিষয়টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকায় প্রকাশ হওয়ার পর শিক্ষামন্ত্রণালয়ের নজরে আসে। তদন্ত করে অতিদ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে ঢাকা শিক্ষা বোর্ডকে নির্দেশনা দেয়া হয়েছে।
সম্প্রতি গণমাধ্যমে পাঠানো শিক্ষা সচিব নজরুল ইসলাম খানের এক বিবৃতিতে তিনি বলেন, প্রশ্ন ফাঁস কারা করছে সেটি ধরা সম্ভব নাও হতে পারে, কিন্তু কারা গাইড বই থেকে পরীক্ষায় প্রশ্ন তুলে দিচ্ছে সেটি বের করা সম্ভব।
শিক্ষা সচিব আরও বলেন, অভিযোগের ভিত্তিতে গত সপ্তাহে ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। প্রচলিত শিক্ষাব্যবস্থায় বাজারের গাইড বই নিষিদ্ধ করে শিক্ষা মন্ত্রণালয়ের একটি নির্দেশনাও রয়েছে।
চলমান এসএসসি পরীক্ষা শেষে সার্বিক বিষয় নিয়ে পর্যালোচনা করা হবে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, এরই মধ্যে গাইড বই থেকে প্রশ্নের বিষয়টির তদন্ত কাজ চলছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়া হবে।