খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩৪ শিক্ষক বিদেশে গিয়ে আর ফেরেননি

Image

শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষক সংকট আরও প্রকট হয়েছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৩৪ জন শিক্ষক শিক্ষা ছুটি নিয়ে বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে আর কর্মস্থলে ফিরে আসেননি। তারা মাস্টার্স, এমফিল, পিএইচডি কিংবা পোস্টডক্টরাল ডিগ্রি অর্জনের জন্য ছুটি নিয়েছিলেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী, দুই বছর চাকরির পর শিক্ষকরা এক বছরের স্ববেতন ছুটি নিতে পারেন। এই ছুটি মাস্টার্স বা এমফিলের ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর এবং পিএইচডির জন্য সাত বছর পর্যন্ত বাড়ানো যায়। তবে সাত বছর পার হলেও কেউ না ফিরলে তার চাকরি বাতিল হওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই ছুটি শেষে আর ফিরে আসেননি।

একজন সহযোগী অধ্যাপক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “২০ জন শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক থাকা আন্তর্জাতিক মানদণ্ড হলেও আমরা তা রক্ষা করতে পারছি না। শিক্ষক অনুপস্থিতি আমাদের জন্য মারাত্মক সমস্যা সৃষ্টি করছে।”

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. এসএম মাহবুবুর রহমান বলেন, “নিয়ম অনুযায়ী আমরা ছুটি শেষে সংশ্লিষ্ট শিক্ষকদের ফিরিয়ে আনতে চিঠি দিই। কেউ কেউ ফেরেন, কেউ ফেরেন না। কিন্তু না ফিরলে আমাদের করার তেমন কিছু থাকে না।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে এবং একাডেমিক কার্যক্রম সচল রাখতে এ সমস্যা দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।