খুবি প্রতিনিধি,২১ জানুয়ারী ২০২৩: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষেরৈ ক্লাস আগামীকাল রোববার থেকে শুরু হবে। এদিন থেকে দশম মেধাতালিকায় শিক্ষার্থী ভর্তি কার্যক্রমও চলবে।
জানা গেছে, নবম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। তবে এখনও ৬৬টি আসন ফাঁকা রয়েছে। এসব আসনে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য দশম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল রোববার ও সোমবার এ তালিকা অনুযায়ী ভর্তি চলবে।
এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণির চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মূল সনদ (গ্রেডশিট সমূহ) জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৩টার মধ্যে সংশ্লিষ্ট ইউনিট অফিসে এসব জমা দিতে হবে। অন্যথায় ভর্তি বাতিল বলে গণ্য হবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে কোটাসহ সশরীরে চূড়ান্ত ভর্তি গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) শেষ হয়েছে। ভর্তি পরবর্তী কোর্স রেজিস্ট্রেশন অনলাইনে ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং তা চলবে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।