খুবির তৃতীয় মেধাতালিকা প্রকাশ

Image

নিজস্ব প্রতিবেদক,২৬ নভেম্বর ২০২২: গুচ্ছভুক্ত খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় ভর্তিচ্ছু এক হাজার ৫১ জন স্থান পেয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

তৃতীয় মেধাতালিকায় খুবির ভর্তি শুরু হবে আগামী ২৮ নভেম্বর। চলবে ১ নভেম্বর পর্যন্ত। তৃতীয় মেধাতালিকা দেখতে এখানে ক্লিক করুন।

এর আগে গত ১৭ নভেম্বর প্রথম মেধাতালিকা প্রকাশ করা হয়। এতেও এক হাজার ৫১ জনের নাম প্রকাশ হয়। এ তালিকায় ভর্তি চলে ২২ নভেম্বর পর্যন্ত। প্রথম মেধাতালিকা থেকে শিক্ষার্থী ভর্তি শেষে ৯০০ এর বেশি আসন ফাঁকা ছিল।

প্রসঙ্গত, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় ২৭ অক্টোবর। আর আবেদন ফি পরিশোধ করা গেছে ২৮ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা ছিল। একজন শিক্ষার্থী ৫০০ টাকা ফি পরিশোধ করে একটি বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটেই আবেদন করতে পেরেছেন।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।