খরচ বাঁচাতে ‘রেডিমেড স্কুল ড্রেসে’ ঝুঁকছেন অভিভাবকরা

Image

চুয়াডাঙ্গা প্রতিনিধি,১০ জানুয়ারী ২০২৩:

প্রতি বছরের জানুয়ারি মাস এলেই আলোচনায় আসে নতুন বই, খাতা, পোশাক, জুতা, ব্যাগ। সরকারি-বেসরকারি স্কুলশিক্ষার্থীদের নতুন পোশাক বানানোর ধুম পড়ে যায়। স্কুলগুলোতে পোশাক বাধ্যতামূলক হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকরা ছুটতে থাকেন দর্জিপাড়ায়।

আরো পড়ুন:দুই মাস পর জামিনে মুক্তি পেলেন ফারদিনের বান্ধবী বুশরা

কিন্তু এবারের চিত্রটা কিছুটা হলেও ভিন্ন। অন্যান্যবার বছরের এই সময়ে দর্জিদের ব্যস্ত সময় কাটাতে দেখা গেলেও এবার সেই তুলনায় ভিড় কিছুটা হলেও কম। বানানোর পরিবর্তে অভিভাবকরা সন্তানদের জন্য রেডিমেট পোশাক কেনায় বেশি আগ্রহী হওয়ায় দর্জিপাড়ায় ব্যস্ততা কম দেখা গেছে।

জানা যায়, অনেকদিন ধরেই নিত্যেপণ্যের পাশাপাশি বেড়েছে বই, খাতা ও পোশাকের দাম। খরচের লাগাম টানতে নানা হিসাব-নিকাশ করছেন অভিভাবকরা। তাইতো বানানোর চেয়ে স্কুলগামী সন্তানদের রেডিমেট পোশাকে নজর তাদের বেশি।

চুয়াডাঙ্গা জেলার বেশ কয়েকটি টেইলার্স ঘুরে দেখা যায়, গত বছরের তুলনায় ফুল সেট পোশাকে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি লাগছে এবার। ফুলসেট পোশাক বানাতে এবার খরচ হচ্ছে ৮০০ থেকে ৯০০ টাকা। আর রেডিমেড পোশাক কিনতে গুনতে হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকা।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।