কিওয়ার্ড রিসার্চ কি ও কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন ? (পর্ব-৬)

এস কে দাসঃ

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এ কিওয়ার্ড রিসার্চ খুবই গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ইন্টারনেট ব্যবহারকারিই তার নূন্যতম দরকারেও ইন্টারনেটে খোঁজ করতে পছন্দ করে। আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে সহজ কোন কিওয়ার্ড খুঁজে বের করতে হবে । যেই কিওয়ার্ড নিয়ে লোকজন  খুব বেশি কাজ করে নাই বা করছেনা । আপনি যদি এমন কিওয়ার্ড খুঁজে বের করতে পারেন তবে তাহলে আপনি আপনার ওয়েবসাইট এর জন্য খুব সহজে ট্রাফিক নিয়ে আসতে পারবেন ।

আমি আপনাকে কিছু টুলস এর নাম বলছি যেগুলো দিয়ে খুব সহজেই আপনি কি ওয়ার্ড রিসার্স করতে পারবেন।

Google Adwords :

গুগল অ্যাডওয়ার্ডস টুল (http://www.adwords.google.com) সম্পর্কে সবাই জানেন এবং প্রত্যেক ওয়েবমাস্টারের পছন্দের টুল হল এটি।

  • গুগল কিওয়ার্ড প্লানার (https://adwords.google.com/ko/KeywordPlanner/Home?): ফ্রী  ।
  • সেমরাস (https://www.semrush.com/): পেইড ।
  • আহ্রেফ(https://ahrefs.com/) :পেইড ।
  • কিওয়ার্ড ফাইনডার (https://kwfinder.com/) :পেইড ।
  • স্পাইফু (https://www.spyfu.com/) :পেইড ।
  • গুগল ট্রেনড (https://trends.google.com/trends/) : ফ্রী ।
  • ম্যাজেসটিক (https://majestic.com/):পেইড।
  • লং টেল প্রো (https://longtailpro.com/):পেইড।
  • মার্কেট সামুরাই (http://www.marketsamurai.com/):পেইড।
  • কিওয়ার্ড এভরিহ্যায়ার (https://keywordseverywhere.com/): ফ্রী।Word Stream Keyword (http://www.wordstream.com/keywords) টুল আপনার সার্চ করা কীওয়ার্ড এর সার্চ ভলিউম, ফ্রিকয়েন্সি এবং আপনার প্রতিযোগীদের সাজেস্ট করবে।

    SEO Quake (http://www.seoquake.com/) মজিলা ফায়ারফক্সের একটি টুলবার।এটি দিয়ে আপনি আপনার কীওয়ার্ড এর প্রতিযোগীদের সাইটের বয়স, পেইজ রেঙ্ক, ব্যাকলিঙ্কসহ প্রয়োজনীয় সব তথ্য জানতে পারবেন।

    Soovle (http://www.soovle.com/) সুন্দর, ফ্রী এবং খুব দ্রুততর একটি সাইট । এই সাইট আপনাকে সকল সার্চ ইঞ্জিন থেকে ডাটা সংগ্রহ করে দিবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।