কাস্টমস কর্মকর্তা সুশান্ত পাল ওএসডি

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ফেসবুকে অশোভন মন্তব্য করায় কাস্টমসের সহকারী কমিশনার সুশান্ত পালকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে এনবিআর। বৃহস্পতিবার এনবিআরের দ্বিতীয় সচিব মো. শামছুদ্দীন এ বদলির আদেশ জারি করেন।

একইসঙ্গে তাকে মানসিক চিকিৎসক দ্বারা চিকিৎসার আদেশও দেয়া হয়েছে।

আদেশে আরো বলা হয়, এনবিআর সুশাসনের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। সুশান্তকে রংপুরে সংযুক্ত করা হয়েছে।

Paul

প্রসঙ্গত, গত ২০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন সুশান্ত পাল, যা ছিল একেবারেই কাল্পনিক ও অবাস্তব। বিশ্ববিদ্যালয়কে নিয়ে এ ধরনের প্রোপাগান্ডার সমুচিত জবাব দিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

এরপর গত ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. আমজাদ আলী বরাবর তিন দফা দাবিতে স্মারকলিপিও দেন শিক্ষার্থীরা। একই দিন বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।