নিজস্ব প্রতিবেদক,১৮ নভেম্বর ২০২২:
কারিগরির স্থগিত পরীক্ষা ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. কেপায়েত উল্লাহ স্বাক্ষরিত সংশোধিত এ রুটিন প্রকাশ করেছে।
রুটিনে বলা হয়েছে, ২০২২ সালের এইচএসসি (বিএমটি) একাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা-২০২২-এর গত ৬ নভেম্বর স্থগিত হওয়া পরীক্ষা বিষয় ও কোড : বাংলা-১, ২১৮১১ (নতুন সিলেবাস), ১৮১১ (পুরাতন সিলেবাস) আগামী ৭ ডিসেম্বর দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
গত ৬ নভেম্বর পরীক্ষা শুরুর একঘণ্টা পর স্থগিত করা হয়েছিল। কারিগরি শিক্ষাবোর্ডের পরীক্ষা স্থগিতের নোটিশে বলা হয়েছে, অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
ওইদিন কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান বলেছিলেন, একাদশ শ্রেণিতে এ বছর নতুন সিলেবাসে পরীক্ষা হওয়ার কথা। কিন্তু ভুল করে পুরাতন সিলেবাসে প্রশ্ন ছাপা হয়েছে। পরীক্ষা শুরুর পর বিষয়টি নজরে আসায় পরীক্ষাটি স্থগিত করা হয়েছে।