একাদশ শ্রেণির ভর্তিতে প্রথম সাত দিনে ব্যাপক সাড়া মিলেছে। গত বৃহস্পতিবার (১০ আগস্ট) রাত থেকে শুরুর পর গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত এক সপ্তাহে অনলাইনে ভর্তির আবেদন করেছে ১১ লাখ ৫৩ হাজারের বেশি শিক্ষার্থী। অর্থাৎ প্রতিদিন ১ লাখ ৬৪ হাজার ৭৯৩ জন শিক্ষার্থী আবেদন করছেন।
প্রথম থেকে ভর্তিতে ব্যাপক সাড়া পাওয়ার কারণ হিসেবে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার দৈনিক শিক্ষাবার্তাকে জানান, গত বৃহস্পতিবার থেকে অনলাইনে আবেদন শুরু হয়। এর মধ্যে ১৫ আগস্ট অনলাইনে আবেদন নেওয়া বন্ধ ছিল। বাকি ৭ দিনে ১১ লাখ ৫৩ হাজারের বেশি আবেদন পড়েছে।
আরো পড়ুন: নটরডেম-হলিক্রস-সেন্ট যোসেফে পরীক্ষার মাধ্যমে একাদশে ভর্তি
অভিভাবক, ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা প্রথমদিকে আবেদন করার কারণে এমন বেশি আবেদন পড়েছে বলে জানিয়েছেন বোর্ড চেয়ারম্যান।
তিনি বলেন, ভর্তির আবেদনের এ সংখ্যা ৯টি সাধারণ শিক্ষাবোর্ড ও মাদ্রাসা বোর্ডের। কারিগরি বোর্ড আলাদাভাবে আবেদন নিয়ে থাকেন। প্রতিবছর প্রথম এক সপ্তাহ ৮০ শতাংশের বেশি ভর্তি আবেদন পড়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হয়নি।