করোনার টিকা দিতে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করছে ইইউবি

Image

ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে করোনার টিকা পেতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ইইউবি) শিক্ষার্থীদের আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় সূত্রে এতথ্য জানা যায়। এর আগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ এফ এম গোলাম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের জন্য জরুরি ভিত্তিতে তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের ওয়েব পোর্টালে দেওয়া লিঙ্কে থেকে রেজিস্ট্রেশন করতে হবে।

পোর্টালে নিবন্ধন করার জন্য লিঙ্কে গিয়ে শিক্ষার্থীরা তাদের জাতীয় পরিচয় পত্র দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবে। যাদের জাতীয় পরিচয় পত্র নেই, তাদের বিশ্ববিদ্যালয়ের আইডি নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।