এসএসসির টেস্ট পরীক্ষা শুরু ১ অক্টোবর, প্রশ্ন দেবে বোর্ড

Image

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে থাকা স্কুলগুলোতে এসএসসির নির্বাচনী (টেস্ট) পরীক্ষা আগামী ১ অক্টোবর থেকে শুরু হবে। যা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। স্কুলগুলোকে টেস্ট পরীক্ষার প্রশ্ন সরবরাহ করবে বোর্ড।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহিন আহম্মদের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন: ফেব্রুয়ারিতে পূর্ণাঙ্গ সিলেবাসে এসএসসি পরীক্ষা

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্কুলগুলোকে বোর্ডের সরবরাহ করা প্রশ্নে এসএসসির টেস্ট পরীক্ষা নিতে হবে। পরীক্ষার সময়সূচিতে উল্লেখ না থাকা বিষয়গুলোর প্রশ্ন প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে নিজ দায়িত্বে প্রণয়ন করতে হবে। অনলাইনে প্রশ্ন ডাউনলোডের জন্য প্রয়োজনে পাশের প্রতিষ্ঠানের বা কেন্দ্রস্কুলের সহায়তাও নেওয়া যাবে।

জানা গেছে, টেস্ট পরীক্ষায় অংশ নিতে শিক্ষার্থীদের মাত্র ১০ টাকা ফি দিতে হবে। পরীক্ষার্থীরা অ্যানালগ ঘড়ি বা নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।