এসএসসিতে বৃত্তি পেলেন কুমিল্লা বোর্ডের ৩ হাজার ৭৬ শিক্ষার্থী

Image

নিজস্ব প্রতিবেদক,৯ জানুয়ারী ২০২৩:

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে কুমিল্লা বোর্ডের ৩ হাজার ৭৬ জন শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়েছে। এদের মধ্যে ২৫৫ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ২ হাজার ৮২১ জন শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হয়েছে। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

আরো পড়ুন:পিএসসির সদস্য হলেন মাউশির সাবেক ডিজি অধ্যাপক গোলাম ফারুক

এ বছরের এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে সাড়ে ২৫ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে সরকার। এদের মধ্যে ৩ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাড়ে ২২ হাজার শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেয়া হবে। জিটুপি বা ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষার্থীদের অ্যাকাউন্টে বৃত্তির টাকা পৌঁছে দেয়া হবে।

জানা গেছে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেয়া হবে। আর সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেয়া হবে। বৃত্তির টাকা ২০২২-২০২৩ অর্থবছরে রাজস্ব বাজেটের বৃত্তি-মেধা বৃত্তিখাত থেকে নির্বাহ করা হবে। ২০২২ খ্রিষ্টাব্দের জুলাই থেকে ২০২৪ খ্রিষ্টাব্দের জুন মাস পর্যন্ত শিক্ষার্থীরা বৃত্তি সুবিধা পাবেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।