এমপিও কোড পেল দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান

Image

নিজস্ব প্রতিবেদক,৮ ডিসেম্বর ২০২২:  দীর্ঘ অপেক্ষার পর অবশেষে এমপিওভুক্ত হওয়া নতুন দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান নতুন এমপিও কোড পেয়েছে। এর ফলে এমপিও কোড পাওয়া প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীরা এমপিওভুক্তির আবেদন করতে পারবেন।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে ২ হাজার ৫১টি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও কোড দেওয়া হয়।

এর আগে গত জুলাই মাসে দুই হাজার ৫১টি স্কুল-কলেজ এমপিওভুক্তির জন্য নির্বাচিত হয়েছিল। নির্বাচিত স্কুল-কলেজের মধ্যে ৬৬৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১ হাজার ১২২টি মাধ্যমিক বিদ্যালয়, ১৩৬টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ১০৯টি উচ্চ মাধ্যমিক কলেজ ও ১৮টি ডিগ্রি কলেজ রয়েছে।

আরো পড়ুনঃ চূড়ান্ত নিয়োগ সুপারিশ পেলেন পৌনে পাঁচ হাজার নতুন শিক্ষক

মাউশি পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর শাহেদুল খবীর চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন ২০৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ ও স্কুল এন্ড কলেজ) বিভিন্ন স্তরে নতুন এমপিওভুক্তি/এমপিও এর স্তর পরিবর্তন করা হয়। এমপিও স্তর পরিবর্তন হওয়া প্রতিষ্ঠানসমূহের EMIS সিস্টেমে এমপিও এর স্তর পরিবর্তন এবং সম্পূর্ণ নতুনভাবে এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানসমূহকে নতুন এমপিও কোড প্রদান করে EMIS সিস্টেমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরাধীন নতুন এমপিওভুক্ত/এমপিও স্তর পরিবর্তিত বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ, স্নাতক (পাস) কলেজ এর শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির জন্য অনলাইন আবেদন যাচাই-বাছাই প্রক্রিয়া নিম্নরূপ:

এমপিও কোড পাওয়া প্রতিষ্ঠানের তালিকা দেখতে ক্লিক করুন

বিদ্যালয় (নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, স্কুল এন্ড কলেজের বিদ্যালয় অংশ):
“জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১” এর ১৭.২ অনুচ্ছেদ ও শিক্ষা মন্ত্রণালয়ের ৩০ অক্টোবর ২০২২খ্রি. তারিখের পরিপত্র নং-৩৭,০০,০০00.074.002.005.2021-৩৬৬-এর নির্দেশনা মোতাবেক নতুন এমপিওভুক্ত নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও এমপিও স্তর পরিবর্তন হওয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমিক স্তরের শিক্ষক-কর্মচারীদের নিয়োগ সংক্রান্ত সকল কাগজপত্রসহ প্রতিষ্ঠানের সকল কাগজপত্র উপজেলা কমিটি সরেজমিনে যাচাই-বাছাই করবে।

যাচাই-বাছাই শেষে উপজেলা কমিটি এমপিওভুক্তির যোগ্য ও অযোগ্য উল্লেখপূর্বক মন্তব্যসহ একটি প্রত্যয়নপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করবে। প্রতিষ্ঠান প্রধান উক্ত প্রত্যয়ন পত্রসহ যোগ্য শিক্ষক-কর্মচারীর এমপিওভুক্তির জন্য অনলাইনে আবেদন করবেন। জেলা/অঞ্চল পর্যায়ের কমিটি অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই করে মন্তব্য/সুপারিশসহ সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালক বরাবর প্রেরণ করবে। অনলাইনে প্রাপ্ত আবেদনসমূহ উপপরিচালকের কার্যালয় বিধি মোতাবেক নিস্পত্তি করবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।