এমপিওভুক্ত শিক্ষকদের নতুন স্কেলে উৎসবভাতা

education-smঢাকা: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নতুন পে-স্কেলের হিসাবে উৎসবভাতা দেয়া হবে বলে আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারী আগের চেয়ে দ্বিগুণ ঈদ বোনাস পাবেন।

রোববার এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরপরই আদেশটি জারি হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে আমরা সবসময়ই চেষ্টা করি। মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চান শিক্ষকরা যাতে সুযোগ-সুবিধা পান। তাই সরকারি চাকরিজীবীদের যখন সরকার নতুন স্কেলে উৎসবভাতা দেয়ার সিদ্ধান্ত নেয়, তখন শিক্ষকদের ক্ষেত্রেও এটা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়।’

নতুন স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সব ধরনের ভাতা জুলাই থেকে কার্যকরের কথাও থাকলেও কিছুদিন আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন স্কেলে উৎসবভাতা দেয়ার ঘোষণা দেয় সরকার।

এরপর এমপিওভুক্তদেরও একইভাবে উৎসবভাতা দেয়ার সিদ্ধান্ত হলো।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।