এনটিআরসিএ নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ নেই

Image

ডেস্কঃ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ফলাফল ঘোষনা অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন।

আরো পড়ুন: কারিগরি শিক্ষকদের জানুয়ারির এমপিওর চেক ছাড়

শিক্ষামন্ত্রী বলেন, ‘এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কিন্তু আমরা নিয়োগ দেই না। তারাই শুন্যস্থানের বিপরীতে আবেদন করে যোগদান করেন। তার মেধা অনুযায়ীই সেখানেই সে চাকরি করে। এগুলো যেহেতু বেসরকারি প্রতিষ্ঠান সেহেতু বদলির সুযোগ নাই।’

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান। এ সময় ২০২২ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ বলে জানান শিক্ষামন্ত্রী।

উল্লেখ্য, হাজার হাজার শিক্ষক (সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত) এনটিআরসিএ’র মাধ্যমে গত তিনটি গণবিজ্ঞপ্তিতে নিজ উপজেলা-জেলার বাইরে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, মাদ্রাসা, কারিগরি স্কুল ও কলেজ) সুপারিশপ্রাপ্ত হয়ে সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছেন। হঠাৎ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের (এনটিআরসিএ কর্তৃক বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৮ হাজার শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি) আগ মুহূর্তে এসে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ১৪ নভেম্বর (২০২২) পরিপত্র জারি করে ইনডেক্সধারী শিক্ষকদের (এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত) বদলি কার্যক্রমের নীতিমালার ৭ নম্বর ধারা (এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠান পরিবর্তন) রহিত করা হয়েছে। যা নিজ উপজেলা- জেলার বাইরে চাকরিপ্রাপ্ত এমপিওভুক্ত শিক্ষকদের জন্য মহাসংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এর আগে এমপিওভুক্ত ইনডেক্সধারী শিক্ষকরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে বদলি হতে পারতেন। এই সুযোগ এনটিআরসিএ তৈরি করে দিয়েছিল। কেননা নীতিমালা অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকদের নিজ উপজেলা-জেলায় নিয়োগ পাওয়ার কথা। বিভিন্ন সমস্যার কারণে শিক্ষকদের নিয়োগের বেলায় উপজেলা-জেলা-বিভাগীয় কোটা মানা হয়নি। ফলে বিগত তিনটি গণবিজ্ঞপ্তিতে হাজার হাজার শিক্ষক নিজ উপজেলা-জেলা-বিভাগের বাইরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পেয়ে বদলি হওয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু শিক্ষামন্ত্রীর ঘোষণার পর মোটামুটি হতাশায় পড়েছেন কয়েক হাজার ইনডেক্সধারী শিক্ষক।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।