ডেস্ক,২৯ নভেম্বর ২০২২:
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৭০ হাজারের বেশি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় বারবার পেছাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
১৬তম নিবন্ধনে উত্তীর্ণদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে চলতি নভেম্বর মাসে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন করতে পারেনি এনটিআরসিএ। এর আগে অক্টোবর মাসে একই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
আরো পড়ুনঃ বিজ্ঞানের ল্যাব নেই ৩০ শতাংশ মাধ্যমিক বিদ্যালয়ে
এনটিআরসিএ’র কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ৭০ হাজারের বেশি শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি মিললে দ্রুত সময়ের মধ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তবে এই ‘দ্রুত সময়’ কবে শেষ হবে সেটি নির্দিষ্ট করে বলতে পারছে না কেউ। ফলে দীর্ঘদিন ধরে চাকরির অপেক্ষায় থাকারা হতাশা ব্যক্ত করেছেন।