এক ছাত্রীর জন্য ১৫ শিক্ষক, তবুও এইচএসসিতে ফেল

Image

গাইবান্ধা প্রতিনিধি,১০ ফেব্রুয়ারী ২০২৩: গাইবান্ধার সাদুল্লাপুরের নলডাঙ্গা মহিলা কলেজে এক ছাত্রীর পাঠদান করিয়েছেন ১৫ জন শিক্ষক। তবুও এইচএসসি পরীক্ষায় ফেল করেছেন ছাত্রীটি। ফলে দিনাজপুর শিক্ষা বোর্ড কলেজটি অকৃতকার্য ঘোষণা করেছে। নলডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ বলেন, ২০১০ সালে প্রতিষ্ঠার সময় কলেজটিতে পর্যায়ক্রমে ১৫ জন শিক্ষক নিয়োগ হয়েছে। প্রতিষ্ঠানটি একাডেমিক স্বীকৃতি পেলেও এমপিওভুক্ত হয়নি। বিগত বছরগুলোয় ফলাফল ভালো ছিল। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও করোনাকালে প্রাতিষ্ঠানিক কার্যক্রম ব্যাহত হয়েছে। ২০২২ সালে কলেজটি থেকে একজন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তবে তিনি ফেল করেছেন।

আরো পড়ুন: ভ্যালেন্টাইন্স ডে-তে গরুকে জড়িয়ে ধরতে নির্দেশনা

নলডাঙ্গা মহিলা কলেজের গভর্নিং বডির সভাপতি আহম্মদ আলী বলেন, এইচএসসিতে একজন ছাত্রী পরীক্ষা দিলেও ফেল করেছে, বিষয়টি খুবই দুঃখজনক। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।