ডেস্ক,৮ মার্চ ২০২৩: এইচএসসি ও সমমান পরীক্ষা আগামী জুলাই মাসে নেয়ার পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এ পরীক্ষা শুরু হতে পারে। তবে পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ হয়নি।
গতকাল সন্ধ্যায় দৈনিক শিক্ষাবার্তার পক্ষ থেকে করা এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের মোর্চ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
এইচএসসি পরীক্ষা কবে শুরু হতে পারে জানতে চাইলে তিনি বলেন, জুলাইয়ের প্রথমাংশে পরীক্ষা শুরুর পরিকল্পনা আছে। তবে পরীক্ষা শুরুর সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। আমরা প্রস্তুতি চালিয়ে যাচ্ছি।
এদিকে আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। ২৩ মে পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ২৪ থেকে ৩০ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।