শিক্ষাবার্তা ডেস্কঃ ২০২১-২০২২ এবং পূর্ববর্তী শিক্ষাবর্ষে অধ্যয়নরত বোর্ড বৃত্তিপ্রাপ্ত নিয়মিত এবং অনিয়মিত শিক্ষার্থীদের (যারা সংশ্লিষ্ট কাগজপত্র এখনও জমা দেননি) বিভিন্ন শিক্ষা বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক (এইচ.এস.সি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষাবৃত্তি দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আগ্রহীদের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
আবেদন করবেন যেভাবে
প্রয়োজনীয় কাগজপত্রাসহ রেজিস্ট্রার অফিসের উচ্চশিক্ষা ও বৃত্তি শাখায় জমা দিতে হবে।
নিয়মিত শিক্ষার্থীদের করণীয়
আগ্রহীদের এই ওয়েবসাইট হতে আবেদন ফরম সংগ্রহ করে সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ কপি ছবিসহ স্মারক সম্বলিত (১ম ও শেষ পৃষ্ঠা) বৃত্তির গেজেটের (যে পৃষ্ঠার শিক্ষার্থীর নাম রয়েছে) সত্যায়িত কপি জমা দিতে হবে।
অনিয়মিত শিক্ষার্থীদের করণীয়
আগ্রহীদের এই ওয়েবসাইট হতে আবেদন ফরম সংগ্রহ করে দুই সেট ফরম, স্মারক সম্বলিত (১ম ও শেষ পৃষ্ঠা) বৃত্তির গেজেটের (যে পৃষ্ঠার শিক্ষার্থীর নাম রয়েছে) সত্যায়িত কপি (২ সেট), পূর্ববর্তী প্রতিষ্ঠান হতে শিক্ষাবর্ষ ও সন উল্লেখপূর্বক বৃত্তির টাকা উত্তোলন করেছেন/করেননি তার প্রত্যয়নপত্রের মূল কপি এবং সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০১ কপি ছবি জমা দিতে হবে।
আবেদন ফরম জমা দেয়ার শেষ সময়: ১৬ মার্চ ২০২৩