ঢাকা বিশ্ববিদ্যালয়: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে হাসিমুখে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। বহু প্রতীক্ষিত এই নির্বাচন শিক্ষার্থীদের কাছে পরিণত হয়েছে এক ভিন্নধর্মী অভিজ্ঞতায়।
শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. সোয়াইব হোসেন বলেন, “সকাল থেকেই হলে উৎসবমুখর পরিবেশ। নির্দিষ্ট বাসে একসাথে ক্যাম্পাসে এসেছি আমরা। গত পাঁচ বছরে এমন পরিবেশ আর দেখিনি।”
সলিমুল্লাহ মুসলিম হলের প্রথম বর্ষের শিক্ষার্থী আসাদ আলী জানান, “প্রথম বর্ষেই ভোট দিতে পারছি, এটি আমার জন্য গর্বের মুহূর্ত। এখন পর্যন্ত সবকিছু সুষ্ঠুভাবেই চলছে। আশা করি দিনশেষেও এমন থাকবে।”
রোকেয়া হলের শিক্ষার্থী সাউদিয়া ইসলাম খান পাশা বলেন, “প্রথমবার ডাকসুর ভোট দিলাম। শুরুতে কিছুটা ভয় কাজ করলেও ভোট দেওয়ার যথেষ্ট সময় পেয়েছি। মনে হলো এমসিকিউ পরীক্ষার মতো।”
ভোটকেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থী সামিরা বলেন, “লাইনটা দীর্ঘ হলেও আনন্দের সঙ্গে অপেক্ষা করেছি। কারণ এটি আমাদের অধিকার ও ভবিষ্যৎ নেতৃত্ব নির্ধারণের মুহূর্ত।”
আরেক শিক্ষার্থী বৈশাখী মুখার্জী জানান, “ক্যাম্পাসে এমন আনন্দঘন পরিবেশ আগে কখনো দেখিনি। মনে হচ্ছে আমরা ইতিহাসের অংশ হয়ে গেলাম।”
তানজিলা হক বলেন, “দীর্ঘ লাইনেও সবাই হাসিমুখে দাঁড়িয়ে ছিল। মনে হলো আমরা সবাই মিলে গণতন্ত্রের পাঠ নিচ্ছি।”
নির্বাচনে প্রার্থীর সংখ্যা
এবারের নির্বাচনে ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন প্রার্থী।
শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, শান্তিপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে অনুষ্ঠিত এই ভোট থেকে উঠে আসবে যোগ্য ও কার্যকর নেতৃত্ব, যারা শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করবে।