উপজেলা কমপ্লেক্স ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি টগর

জীবননগর প্রতিনিধি : ২৭ এপ্রিল : জীবননগর উপজেলা কমপ্লেক্স ভবন ও হলরুমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে ৪ তলা বিশিষ্ট এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করেন। উপজেলা ক্যাম্পাসে এ ভবন নির্মিত হচ্ছে। ভিত্তিপ্রস্তর ফলকের উন্মোচনকালে উপজেলা চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, পৌর মেয়র জাহাঙ্গীর আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, রায়পুর ইউপি চেয়ারম্যান মীর্জা তাহাজ্জত হোসেন, পৌর আওয়ামী লীগের সহসভাপতি ইকতিয়ার উদ্দিন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান, উপসহকারী প্রকৌশলী আহসানুল হক ও রফিকলু ইসলামসহ ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। ৪ তলা বিশিষ্ট এ হলরুমের প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৪ কোটি ৩৮ লাখ ৪২ হাজার ৬০৩ টাকা। মেহেরপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান জহিরুল লিমিটেড ৩ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৩৪২ টাকা ৭০ পয়সা চুক্তিমুল্যে এ কাজ বাস্তবায়িত করছে।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।