উইকেট হারিয়ে বিপাকে পাকিস্তান

ডেস্ক:নিয়মিত বিরতিতে 201703India_pakistan_222পাকিস্তানের উইকেট তুলে নিচ্ছেন ভারতীয় বোলাররা। তাতে চাপ থেকে বের হতে পারছে না পাকিস্তান। তারা রীতিমতো ধুঁকছে। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে ভারত-পাকিস্তান মহারণ। এশিয়া কাপের এই ম্যাচে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। এই রিপোর্ট লেখার সময় ১৩ ওভারের খেলা শেষ হয়েছে। ৭ ৫৮উইকেটে ৪২ রান পাকিস্তানের।

মোহাম্মদ হাফিজ প্রথম ওভারের দ্বিতীয় বলেই চমৎকার ড্রাইভে বাউন্ডারি মালেন। চতুর্থ বলেই শোধ নিলেন নেহরা। অভিজ্ঞ এই বোলারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরেছেন হাফিজ। ওপেনিংয়ে পাকিস্তানের দুর্দশা চলছেই। জসপ্রিত বুমরাহর প্রথম ওভারটি মেডেন। দ্বিতীয় ওভারে তাকে চার মেরে দিলেন শারজিল খান। এক বল পরই বুমরাহর লাফিয়ে ওঠা এক বলকে কাট করে স্লিপে আজিঙ্কা রাহানের হাতে পাঠিয়েছেন শারজিল (৭)। ২২ রানে ২ উইকেট হারিয়ে চাপেই পড়ে পাকিস্তান।

এরপর ৩২ থেকে ৩৫ রানে যেতে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তারা তৃতীয় উইকেটটি হারায় বিরাট কোহলির ফিল্ডিং দক্ষতায়। শোয়েব মালিক কভারে খেলেছিলেন। খুররম মঞ্জুর বেরিয়ে গিয়ে দেখলেন মালিকের সাড়া নেই। ফেরার আগেই কোহলির সরাসরি থ্রোতে রান আউট খুররম (১০)। সপ্তম ওভারের শেষ বলে মিডিয়াম পেসার হার্দিক পন্ডিয়া তুলে নেন অভিজ্ঞ শোয়েব মালিকের (৪) উইকেট। পরের বলেই আরেক উইকেট হারায় তারা। যুবরাজ সিং প্রথম ওভারের প্রথম বলেই এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছেন উমর আকমলকে (৩)। ধুঁকতে শুরু করে পাকিস্তান। এই ওভারের শেষ বলেই পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি (২) রান আউট হয়ে গেলে পাকিস্তানের ভালো সংগ্রহ পাওয়ার আশা শেষই হয়ে যায়।

এর আগে এই দুই দল টি-টোয়েন্টি ক্রিকেটে ৬ বার মুখোমুখি হয়েছে। ৫ বার জিতেছে ভারত। ১ বার মাত্র পাকিস্তান জিতেছে। এবারের এশিয়া কাপে এটা ভারতের দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে হারিয়েছে তারা। টুর্নামেন্টে পাকিস্তানের এটা প্রথম ম্যাচ।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।