নিজস্ব প্রতিবেদক: নতুন বেতন স্কেলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরাধীন এমপিওভুক্ত বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের রোজার ঈদের উৎসব ভাতার চেক ছাড় করা হয়েছে।
সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের উপ-পরিচালক মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের ১২টি চেক (স্মারক নং-৩বি/০২হিঃ/২০১৫/৮৩৮২/৪-হিসাব, তারিখ: ২৭/০৬/২০১৬) চারটি ব্যাংকে পাঠানো হয়েছে। ৩০ জুন পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা বোনাসের টাকা তুলতে পারবেন।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন বেতন স্কেলে রোজার ঈদের উৎসব ভাতা পাবেন, রোববার এ সংক্রান্ত আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এদিন সকালে প্রস্তাব অনুমোদন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বর্তমানে দেশে ২৬ হাজার ৭৬টি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ লাখ ৮০ হাজারের মত শিক্ষক-কর্মচারী এমপিও পাচ্ছেন। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা তাদের মূল বেতনের পুরোটাই সরকারি কোষাগার থেকে পান। সেই সঙ্গে বিভিন্ন ভাতাও পান তারা।