ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-ফিক্বহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের আন্দোলন স্থগিত হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দ্রুত পরীক্ষার আশ্বাস দিলে এ আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
তিনি জানান, বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষা কমিটির সভাপতি এসেছিলেন। তারা জানিয়েছেন দ্রুত পরীক্ষা নিবেন। আগামীকাল একটি সিদ্ধান্ত হবে। এ জন্য আপাতত আন্দোলন স্থগিত করা হয়েছে।
এর আগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের (এলএলএম) ২য় সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরীক্ষা দিতে এসে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে পরীক্ষার দাবিতে বিভাগে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।
বিকেল সাড়ে ৩টার দিকে পরীক্ষা কমিটির সভাপতি আনোয়ারুল ওহাব উপস্থিত হয়ে শিক্ষার্থীদের জানান, আগামীকাল পরীক্ষা কমিটির জরুরি মিটিং হবে। আমরা খুব দ্রুত পরীক্ষাগুলো নিয়ে নিবো।