২০১৭ সালের আজকের এই দিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন অনুষদের অধীনে ল’ অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের যাত্রা শুরু হয়।
বিভাগটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ। দিবসটি উপলক্ষে বিভাগের উদ্যোগে ‘ভূমি আইন অধ্যয়ন: অতীত, বর্তমান ও ভবিষ্যত’ শীর্ষক একটি ওয়েবিনারের আয়োজন করা হয়েছে।
ওয়েবিনারে প্রধান আলোচক হিসেবে যুক্ত হয়ে শিক্ষার্থীদের ভূমি আইনের গল্প শোনাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট আইন বিশেষজ্ঞ ড. মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
বিকাল পৌনে ৫টায় শুরু হবে ওয়েবিনারটি। ফেসবুক লাইভে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হবে।
বিভাগের সভাপতি সাহিদা আখতারের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত হবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
এছাড়াও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. হালিমা খাতুন, বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি ও আইন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. সেলিম তোহা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগের সভাপতি ক্রিশ্চিন রিচার্ডসন বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করবেন।