ইবি প্রতিনিধি,২১ জানুয়ারী ২০২৩: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান প্রথম বর্ষে অষ্টম মেধাতালিকার ভর্তি শেষ হয়েছে। ভর্তি শেষে তিন ইউনিটে এখনও ৪০৮টি আসন খালি রয়েছে।
শনিবার (২১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরো পড়ুন:খুবির প্রথম বর্ষের ক্লাস শুরু কাল
এদিকে খালি আসনে ভর্তির জন্য শুক্রবার (২০ জানুয়ারি) রাতে নবম মেধাতালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে মেধাতালিকা প্রকাশ করা হয়।
আইসিটি সেল সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের তিন ইউনিটে মোট ১ হাজার ৯৯০ আসনের মধ্যে ‘এ’ ইউনিটে ৩০৫, ‘বি’ ইউনিটে ৬৮ ও ‘সি’ ইউনিটে ৩৫টি আসন খালি রয়েছে। মেধা তালিকা দেখতে ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (iu.ac.bd) পাওয়া যাবে।