নিজস্ব প্রতিবেদক: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে । মালিকানা নিয়ে দ্বন্দ্ব, অবৈধভাবে ক্যাম্পাস পরিচালনা, নির্ধারিত সময়ে স্থায়ী ক্যাম্পাসে না যাওয়াসহ নানা অনিয়মের ভিত্তিতে এ নিষেধাজ্ঞা দিচ্ছে ইউজিসি। এর মধ্যে ৪টি বিশ্ববিদ্যালয়ে গত ১ জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা চলছে। বাকি ৪টি তে নতুন করে নিষেধাজ্ঞা জারি হচ্ছে। নিষেধাজ্ঞার বিষয়ে শিগগিরই একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে ইউজিসি।
আরো পড়ুন: রাবি ভর্তির ইউনিটভিত্তিক সময়সূচি প্রকাশ, শুরুতে বিজ্ঞান
নিষেধাজ্ঞাভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয় হলো, ১.ইবাইস ইউনিভার্সিটি, ২.আমেরিকা বাংলাদেশ ইউনিভার্সিটি, ৩.দি ইউনিভার্সিটি অব কুমিল্লা, ৪.ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয় (কুমিল্লা), ৫. স্টামফোর্ড ইউনিভার্সিটি, ৬. ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ৭. আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং ৮. প্রাইম এশিয়া ইউনিভার্সিটি।