ইংরেজি শেখার সহজ পদ্ধতি

আনন্দ পড়া
সিরিয়াস হয়ে ইংরেজি শিখতে গেলে আসলে শিখা হয়ে ওঠে না। হাসতে খেলতে বা ফান করতে করতে ইংরেজি শেখা হয়ে যায়। প্রথম চ্যাপ্টারটিই দেখ Fun and learn

অতএব শুরু কর আনন্দ পড়া।
–লেখক: এস কে দাস–০১৯১১৩৩৪৮১০

বই পড়তে না চাইলে পিছিয়ে পড়তে হয়

পিছিয়ে পড়তে না চাইলে বই পড়তে হয়

 

  • ইংরেজিতে কথা বলা শিখতে হলেঃ
  • ইংরেজি কেবল লিখতে ও পড়তে পারলে হবে না। এ ভাষায় সুন্দরভাবে কথা বলতে না পারলে জীবনে উন্নতি করা প্রায় অসম্ভব। এটা এখন কেবল ইংরেজদের ভাষা নয়। এটা আন্তর্জাতিক ভাষা। চলো দেখি কি ভাবে ইংরেজি ভাষায় দ্রুত কথা বলা শেখা যায়।
  • 1. প্রথমেই মনস্থির করে নাও ১০০% শুদ্ধ ইংরেজি বলতে হবে এমন কোন কথা নেই। যুক্তি হিসেবে দাড় করাতে পার; বাংলা ভাষায় কথা বলতেও আমরা ১০০% শুদ্ধ বাংলায় কথা বলি না বা বলতে পারি না। এতএব ইংরেজি কোন ছাড়!
  • 2. জড়তা কাটানোর জন্য দৈনিক ৫ মিনিটের একটি ইংরেজি লেখা উচ্চস্বরে পড়ো। লেখাটি সংবাদপত্র বা তোমার পাঠ্য পুস্তক হতে নির্বাচন করতে পার।
    3. দিনে ৫টি ইংরেজি বাক্য তৈরি কর এবং সেগুলো ছাড় বন্ধু-বান্ধবী, বাবা-মা, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশিদের উদ্দেশ্যে এবং তাদের impress করতে চেষ্টা কর।
  • 4. এ ভাবে 30 days চালিয়ে যাও। প্রথম course এর The End.
  • 5. দ্বিতীয়  courseএ উচ্চস্বরে পড়  10 minutes. English Novel থেকে পড়। বুঝে পড়তে চেষ্টা কর। না বুঝলেও ক্ষতি নেই।
  • 6. Open the dictionary; 1st letter `A’ থেকে দশটি  word নির্বাচন কর। সেগুলো দিয়ে দশটি  sentence রচনা কর এবং পূর্ববত বন্ধু-বান্ধবীদের প্রতি ছাড়তে থাক  এবং  impress করতে থাক।
  • 7. এভাবে ইংরেজি ২৬ letter শেষ করতে লাগবে ২৬ দিন। চলো ৪ দিন ছুটি। তাহলে another one month’s course the End হলো।
  • 8. যাদের বাসায় টিভি আছে তারা প্রতি দিন half an hour করে English channel দেখ। Seriously দেখ।cartoon network দেখ। যাদের নাই; তারা ‘আছে’ বন্ধুদের বাসায়/বাড়িতে যাও; মাঝে মাঝে দেখ।
    9. আমার পক্ষ থেকে The courses are finished.
    10. তোমার কিন্তু শেষ নয়। Whole school life Course গুলো চালিয়ে যাও। কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কর্ম জীবনে আর কোন English course  করতে হবে না। You will not know, even, when you have become expert in spoken English.
  • ধারাবাহিকভাবে ইংরেজি শেখার আসর আলোচনা করা হবে।
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।