ঢাকা: ঢাকা মেডিকেল কলেজে অস্ত্রোপচারকৃত দুই শিশুকে আলাদা করা হয়েছে।
সোমবার সকাল ৮টা থেকে পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর তত্ত্বাবধানে শিশুদ্বয়ের অপারেশন কার্যক্রম শুরু হয়।
বেলা পৌনে তিনটার দিকে ডা. শিউলী জানান, ‘এখনো অপারেশন চলছে। আমরা শিশু দুটিকে আলাদা করতে পেরেছি। শিশুদ্বয় আপাতত সুস্থ্য আছে।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা আলাদা হওয়া দুই শিশুর শরীরে আলাদা আলাদাভাবে কাজ করছি। এতে আরও ৩/৪ ঘন্টা সময় লেগে যাবে। এরপর আমরা বলতে পারবো অপারেশন সফল না বিফল হলো। তবে আমাদের বিশ্বাস আমরা সফল হবো।