নিজস্ব প্রতিবেদক,২৫ অক্টোবর ২০২২:রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার (২৫ অক্টোবর)।
বিষয়টি নিশ্চিত করে ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের প্রকাশিত ১ম, ২য় ও ৩য় মনোনয়নের তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম আজ শেষ হবে। আজকের মধ্যেই মনোনীত কলেজে সশরীরে উপস্থিত হয়ে সব শিক্ষার্থীকে ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।
চতুর্থ মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবছর তিন ধাপে সব আসন পূর্ণ করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সাত কলেজের বিভিন্ন বিভাগে যে কয়টি আসনের ঘোষণা দেয়া হয়েছিলো মেধাতালিকা অনুযায়ী সেসব আসনে শিক্ষার্থীরা ভর্তি হচ্ছেন। তাই চতুর্থ মেধাতালিকা প্রকাশের কোনো সুযোগ নেই। কারণ প্রায় সব আসন পূর্ণ করেই শিক্ষার্থীরা ভর্তি নিশ্চিত করেছেন। খুব বেশি আসন ফাঁকা থাকবে বলে মনে হয় না।
দুর্যোগপূর্ণ আবহাওয়া বিবেচনায় ভর্তির সময় বাড়ানো হবে কি না জানতে চাইলে তিনি বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিবেচনা করবে। এটি আমার সিদ্ধান্তের বিষয় নয়। তারপরও এমন কোনো সিদ্ধান্ত নেয়া হলে বিষয়টি নোটিশের মাধ্যমে জানানো হবে।