মহামারি করোনাভাইরাসের কারণে সরকারের ঘোষিত শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি শেষ হচ্ছে ১১ সেপ্টেম্বর। এই ছুটি শেষে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে, বুধবার (১ সেপ্টেম্বর) এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় ও করোনা মোকাবিলায় সরকারের গঠিত পরামর্শক কমিটি মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে আজ এক যৌথসভায় বসতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর তা গণমাধ্যমে অনানুষ্ঠানিকভাবে জানানো হবে।
বৈঠকে শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সচিব, মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন অধিদপ্তর ও বিভাগের প্রধানরা উপস্থিত থাকবেন। এছাড়া, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, করোনা মোকাবিলায় সরকার গঠিত জাতীয় পরামর্শক কমিটিসহ সংশ্লিষ্ট দপ্তর প্রধান উপস্থিত থাকবেন।