ডেস্ক,১০ জানুয়ারী ২০২৩:
এখন থেকে বরিশালকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এবারের বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফির সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টস করতে নেমেছিলেন মেহেদী হাসান মিরাজ।
আজ দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে ফরচুন বরিশাল।
এই ম্যাচের আগেই দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বরিশালের অফিসিয়াল অধিনায়ক সাকিব আল হাসানই। মিরাজ নন।
মঙ্গলবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আজ দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে বরিশাল।
সিলেটের বিপক্ষে ওই ম্যাচে বিস্ময়কর ছিল যেমন বরিশালের হয়ে টস করতে নামলেন মিরাজ, তেমনি সিলেটের হয়ে টস করতে নেমেছিলেন মাশরাফির পরিবর্তে মুশফিকুর রহিম। যদিও সেদিন টস করার সময় মাশরাফি উপস্থিত ছিলেন না কিংবা অন্য কোনো কারণে তিনি ব্যস্ত থাকায় টস করতে নামতে পারেননি।
কিন্তু সাকিব আল হাসানের কোনো ব্যস্ততা ছাড়াও, তিনি দলে থাকার পরও টস করতে নামেননি। যে কারণে সবাই ধরেই নিয়েছে বরিশালের অধিনায়ক তাহলে মেহেদী হাসান মিরাজই।
চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ মাঠে নেমেছে বরিশাল দল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি।