আজ থেকে চালু হল গেদে এবং মাহাদিপুর বর্ডার

Image

নিজস্ব প্রতিবেদক,২ মার্চ ২০২৩: মহামারি করোনার কারণে দীর্ঘ প্রায় আড়াই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগের জন্য আজ ২ মার্চ ২০২৩ হতে গেদে ও মাহাদিপুর বর্ডার খুলে দেওয়া হয়েছে।

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যাত্রী চলাচলের সুবিধার কথা বিবেচনা করে সে অনুযায়ী গেদে এবং মাহাদিপুর বর্ডার পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড-১৯ টিকা দেয়া সাপেক্ষেে এবং স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সব ধরনের যাত্রী গেদে এবং মাহাদিপুর বর্ডার দিয়ে যাত্রী চলাচল করতে পারবে।

দর্শনা নাগরিক কমিটির সদস্য ও শিক্ষক নেতা স্বরুপ দাস জানান, দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফের নেতৃত্বে দর্শনা-গেদে বর্ডার খুলে দেয়ার জন্য বারংবার দেনদরবার করা হয়েছে।

আগে গেদে-দর্শনা সীমান্তে সড়কপথে পারাপার করতেন একাধিক মেডিক্যাল, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও সাধারণ ভিসা প্রাপ্ত মানুষজনেরা। প্রতিদিন কমপক্ষে এই সড়কপথে হাজার মানুষ ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন।

এর আগে গত ২২ ডিসেম্বর দর্শনা গেদে সীমানে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার পৌছালে নাগরিক কমিটির পক্ষ থেকে গেদে বর্ডার খুলে দেবার জন্য স্বারকলিপি প্রদান করা হয়।

gede darsana

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।