নিজস্ব প্রতিবেদক,২ মার্চ ২০২৩: মহামারি করোনার কারণে দীর্ঘ প্রায় আড়াই বছরের বেশি সময় বন্ধ থাকার পর ভারত-বাংলাদেশের মধ্যে যোগাযোগের জন্য আজ ২ মার্চ ২০২৩ হতে গেদে ও মাহাদিপুর বর্ডার খুলে দেওয়া হয়েছে।
রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রী চলাচলের সুবিধার কথা বিবেচনা করে সে অনুযায়ী গেদে এবং মাহাদিপুর বর্ডার পুনরায় খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোভিড-১৯ টিকা দেয়া সাপেক্ষেে এবং স্বাস্থ্যবিধি মেনে আজ থেকে সব ধরনের যাত্রী গেদে এবং মাহাদিপুর বর্ডার দিয়ে যাত্রী চলাচল করতে পারবে।
দর্শনা নাগরিক কমিটির সদস্য ও শিক্ষক নেতা স্বরুপ দাস জানান, দর্শনা নাগরিক কমিটির আহবায়ক গোলাম ফারুক আরিফের নেতৃত্বে দর্শনা-গেদে বর্ডার খুলে দেয়ার জন্য বারংবার দেনদরবার করা হয়েছে।
আগে গেদে-দর্শনা সীমান্তে সড়কপথে পারাপার করতেন একাধিক মেডিক্যাল, স্টুডেন্ট, ট্যুরিস্ট ও সাধারণ ভিসা প্রাপ্ত মানুষজনেরা। প্রতিদিন কমপক্ষে এই সড়কপথে হাজার মানুষ ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত করতেন।
এর আগে গত ২২ ডিসেম্বর দর্শনা গেদে সীমানে ভারতীয় হাইকমিশনার মনোজ কুমার পৌছালে নাগরিক কমিটির পক্ষ থেকে গেদে বর্ডার খুলে দেবার জন্য স্বারকলিপি প্রদান করা হয়।