আগুনে প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত!

Image

ডেস্ক,৪ এপ্রিল ২০২৩: রাজধানীর বঙ্গবাজারে মঙ্গলবার সকালে ধরা আগুনে প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বঙ্গবাজারের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের আরও প্রায় আড়াই হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

আরো পড়ুন: সাড়ে ৬ ঘণ্টা পর বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে

অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, এ আগুনে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। এ ক্ষতি পূরণে প্রাথমিকভাবে থোক বরাদ্দ হিসেবে ৭০০ কোটি টাকা প্রয়োজন।

তিনি বলেন, ‘আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ব্যবসায়ীরা দোকান করেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই অগ্নিকাণ্ড বড় ধরণের ক্ষতি ডেকে এনেছে।’

ব্যবসায়ী এ নেতা বলেন, ‘এই ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের আসলে পুঁজি বলতে সব শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দের দাবি জানাচ্ছি।’

বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বাহিনীর ৪৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে ১২টা ৩৬ মিনিটে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।