নিজস্ব প্রতিবেদক,২২ মার্চ ২০২৩: শিক্ষক নিয়োগের চতুর্থ গণবিজ্ঞপ্তিতে ৩২ হাজারের বেশি প্রার্থী শিক্ষক পদে প্রাথমিক সুপারিশ পেয়েছেন। প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনের পর চূড়ান্ত সুপারিশ করা হবে।
তবে, চতুর্থ ধাপে শিক্ষক নিয়োগে ভিরোল ফরম পূরণের প্রক্রিয়ায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আগে হাতে হাতে ফরম পূরণ করতে হলেও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীরা অনলাইনে ভিরোল ফরম পূরণের সুযোগ পাবেন।
আরো পড়ুন: পঞ্চম গণবিজ্ঞপ্তি খুব শীঘ্রই!
প্রার্থীদের ভিরোল ফরম পূরণে সফটওয়্যার প্রস্তুত করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এ সফটওয়্যার তৈরির কাজ করছে। সফটওয়্যার প্রস্তুত হয়ে গেলে আগামী সপ্তাহে প্রার্থীদের ভিরোল ফরম পূরণের নির্দেশনা দেয়া হতে পারে।
গতকাল মঙ্গলবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
এনটিআরসিএ জানিয়েছে, চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ফরম অনলাইনে পূরণ করে তা অনলাইনেই সাবমিট করতে হবে। ভিরোল ফরম পূরণ ও সাবমিট সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে এনটিআরসিএর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে ও প্রার্থীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।