আগামী প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে : প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী

3মতলুব হোসেন, জয়পুরহাট : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মেস্তাফিজুর রহমান বলেছেন,‘বর্তমানে আমাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যে অবকাঠামো ও সম্পদ রয়েছে তা দিয়েই মানোন্নত শিক্ষা দিয়ে আগামী প্রজন্মকে সুনাগরিক করে গড়ে তুলতে হবে।’

মন্ত্রী বলেন,‘ ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে বলেই আজ দেশে হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, লখ লক্ষ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ পেয়েছেন।

রোববার সকাল ১০টায় জয়পুরহাট জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ এর আয়োজনে প্রাথমিক শিক্ষার সাথে সম্পৃক্ত সকল কর্মকর্তা ও সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

জয়পুরহাট জেলা প্রশাসক মো. আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. সামছুল আলম দুদু, যুগ্মসচিব আতাহার হোসেন, পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বিপিএম, পিপিএম (বার), জেলা আওয়ামীলীরে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক এস,এম সোলায়মান আলী প্রমুখ।

সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ সরকারি বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।