অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়ান রাজ্যের রাজধানী থেকে দূরে ম্যানসফিল্ডে স্থানীয় সময় ৯টা ১৫ মিনিটে ৫.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের খবর পাওয়া যায়নি। খবর-বিবিসি।
এ ঘটনার পর পরই যুক্তরাষ্ট্রে অবস্থানরত দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এটা খুব ভালো খবর যে, এ ভূমিকম্পে গুরুতর আহত হওয়ার কোনো খবর নেই। তবে এটা খুবই উদ্বেগজনক হতে পারত।’
আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফ থেকে জানানো হয়, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮। এই কম্পনের উৎসস্থল প্রায় ১০ কিলোমিটার গভীরে ছিল।