ঢাকা : জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক প্রফেশনাল কোর্সে (সম্মান ও পাস) (মেধাক্রম) নিশ্চয়ন অনুসারে ভর্তির সময় বাড়ালো। একই সঙ্গে তৃতীয় রিলিজ স্লিপের আবেদনের তারিখও ঘোষণা করা হয়েছে।
সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব কলেজ নির্ধারিত সময়ের মধ্যে প্রাথমিক আবেদন নিশ্চয়ন করতে পারেনি, সেসব কলেজ ১৩ জুলাই বিকেল ৪টা থেকে ১৬ জুলাই রাত ১২টার পর্যন্ত প্রাথমিক আবেদন নিশ্চয়ন করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, প্রাথমিক আবেদন নিশ্চয়নকৃত শিক্ষার্থীরা আগামী ১৪ জুলাই বিকেল ৪টা থেকে ১৭ জুলাই রাত ১২টা পর্যন্ত তৃতীয় ও সর্বশেষ রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
এছাড়াও যেসব শিক্ষার্থী (ক) প্রথম/ দ্বিতীয় মেধা তালিকায়/ প্রথম ও দ্বিতীয় রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি (খ) ভর্তি বাতিল করেছে (গ) যেসব শিক্ষার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে, সে সব শিক্ষার্থী তৃতীয় রিলিজ স্লিপে আবেদন করতে পারবে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd/admissions অথবা admissinons.nu.edu.bd থেকে পাওয়া যাবে।