১৭ ডিগ্রি সেলসিয়াস নয়, চলমান শৈত্যপ্রবাহে কোনো জেলার সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে আঞ্চলিক উপপরিচালক জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে পারবেন।
আবহাওয়া অফিসের পূর্বাভাসের ওপর নির্ভর করে ডিডিদের এ সিদ্ধান্ত নিতে হবে। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত ওই জেলার স্কুলগুলো বন্ধ থাকবে। তবে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে না হলে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেয়া যাবে না।
মঙ্গলবার সন্ধ্যায় দৈনিক শিক্ষাবার্তা ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ।
এর আগে ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে সর্বোচ্চ তাপমাত্রায় ডিডিরা স্কুল বন্ধের সিদ্ধান্ত নিতে পারবেন জানিয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে নির্দেশনা জারি করা হয়েছিলো। তবে সে নির্দেশনা সংশোধন করা হচ্ছে বলে জানিয়েছেন মহাপরিচালক।