প্রাথমিক বিদ্যালয়ের সময়সুচি ৩টা পর্যন্ত করার দাবী।

প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রনালয় বরাবর শিক্ষকের আবেদন

নিজস্ব প্রতিবেদক:জয়পুরহাটের এক শিক্ষক  প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা মন্ত্রনালয় বরাবর প্রাথমিক বিদ্যালয়ের সময়সুচি ৩টা পর্যন্ত করার দাবী জানিয়েছে। তার এই দাবীকে সর্মথন জানিয়েছে একাধিক শিক্ষকক সমিতির নেতৃবৃন্দ। আবেদনকারী শিক্ষক মুহাম্মদ মাহবুবর রহমান জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ৈর সহকারী শিক্ষক।

আবেদনে বলা হয় প্রাথ‌মিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর আওতাধীন জাতীয় ‌শিক্ষাক্রম ও পাঠ্য পুস্তক বোর্ড কর্তৃক মুদ্রণ ২০১৭ সা‌লের চতুর্থ শ্রে‌ণির English for Today পাঠ্য বই‌য়ের ২৮ ও ৩২ পৃষ্ঠায় Lesson এ উল্লে‌খিত বিদ্যাল‌য়ের সময় সূচী সকাল ১০ টা থে‌কে বেলা ৩ টা পর্যন্ত ‌দেওয়া আছে।
অথচ একই মন্ত্রনাল‌য় কর্তৃক জারী কৃত আদেশ অনুযায়ী বিদ্যাল‌য়ের সময় সূচী সকাল ৯ টা থে‌কে বি‌কেল ৪’৩০ মি‌নিট পর্যন্ত ।
কোমলম‌তি শিক্ষার্থীরা আমরা পাঠ্য বই‌য়ে প‌ড়ি এক রকম আর বিদ্যালয় ছু‌টি হয় আরেক সময় !!
হাইস্কুল ছু‌টি হয় আমা‌দের ছু‌টির আগে আর ক‌লে‌জের কোন ধরাবাঁধা সময় সূচী নেই।
বয়‌সের তুলনায় ছোট হ‌য়েও দীর্ঘ সময় বিদ্যাল‌য়ে অবস্থান এ সময় সূচীর ব্যাপা‌রে প্রশ্ন কর‌লে এর সদুত্তর দি‌তে পা‌রি‌নি ।
তাই সং‌শ্লিষ্ট কর্তৃপ‌ক্ষের নিকট বিনয়ের সা‌থে সদুত্তর পাওয়ায় আশায় নি‌বেদন কর‌ছি।

Facebooktwitterredditpinterestlinkedin
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।