শেকৃবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

শিক্ষা ডেস্ক : রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

গতকাল রোববার রাত সাড়ে ১১টায় উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহম্মদ আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল পাওয়া যাবে।

এবারের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ ৮৪ নম্বর পেয়েছেন এক শিক্ষার্থী। প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে মেধাতালিকা তৈরি করা হয়েছে। মূল মেধাতালিকা থেকে ভর্তি ২৬ ও ২৭ ডিসেম্বর।

অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি ২৯ ডিসেম্বর। অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিচ্ছু প্রার্থীদের ২৮ ডিসেম্বর দুপুর ২টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে রেজিস্ট্রার কার্যালয়ে প্রবেশপত্র জমা দিতে হবে এবং একই দিনে মেধাক্রম অনুসারে ভর্তিযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। তাঁদের ২৯ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সশরীরে উপস্থিত থেকে ভর্তি হতে হবে। ভর্তির জন্য ন্যূনতম ১৯ হাজার টাকা প্রয়োজন হবে। ক্লাস শুরু হবে ৩ জানুয়ারি।

গত ৯ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় চারটি অনুষদে ৫৪০টি আসনের বিপরীতে ৩০ হাজার ২৬৫ জন শিক্ষার্থী আবেদন করেন।

ভর্তি বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sau.edu.bd) থেকে জানা যাবে।

Facebooktwitterredditpinterestlinkedinby feather
Image Not Found

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।